ভাব দিয়েছি ভাবনা মাঝে
ভাবনা ছাড়া বাঁচবো না,
যে ভাবেতে- জীবন রাজে
সে ভাব ছাড়া হাঁচবো না ।


দোষ বলবে-? হয়তো বলো,
কারণ এ দোষ ভাব বাঁচায়,
যে ভাবেতেই- ঝলোমলো
জীবন আমার খুব নাচায় ।


তাইতো ফোটে ফুলবাগিচায়
মৌমাছি বেশ জমায় আসর,
জমায় আসর উপর-নিচায়
ভাব যখনি বাজায় কাঁসর ।


বলতে পারো স্বভাব- এটা,
বলতে পারো 'প্রণয় রেখা' !
বলতে পারো, মনের কে’টা-,
যে বেটা বেশ আছেই একা ।


প্রয়োজনে তাই চায় না কিছু
ভাবের মনের ভাব গুলো',
ভাবকে ছাড়া, আর বাকি হায়-
'বেকার জমির খেত মুলো' ।


ভাব করবো- তাই তোমাতে,
করবো সবে জয় জয় জয়,
দুঃখ যে আজ বেশ কমাতে-
জমিয়ে যাবে-, 'ভাব সঞ্জয়' ।