রাত্রি হলো শেষ-,
ঝলমলে ভোর এল ।


তোমার পাশে তখন আমি
বলতে গেলে- খুব অদামি,
     ‘আমার সন্ধ্যা হলো’ ।


পাল্টে নিলে ভেস
ধরলে নিজের বাট ।


আমি বেচারা আমার বাটে
হয়ত খুশির কলংখাটে-,
   কালো কাপড়েই আঁট ।


তখনও আমাতে জানো !
তোমার শরীর বাস ।


কিন্তু আমি, তোমার কাছে,
হয়ত এমন- হাজার আছে ,
   যারা, এখনো পরিহাস !