বাবার কাজে মন জাগেনি,
আমারও পড়ায় মন লাগেনি
সবুজ মাখা ছেড়ে ,


মন বলেছে- ‘এঁড়ে’ ।


যাচ্ছি তাই- সঙ্গ ছেড়ে
নিজের মত অঙ্গ নেড়ে,
বেকার মোহ ফেলে,


বাঁচি-, সেখান গেলে ৷


যেখানে মা একলা থাকে-,
আমায়, বাবায় স্বপ্নে ডাকে
যেখানে মা নিস্তব ,


কাল যে তার- বাস্তব !


অনেক কিছু বাকি আছে
হয়ত ভুলি- আমি পাছে
তাইতো চলার পথে,


পড়ছে মনে সাথে-


ঘরের ওই দক্ষিণ দিকের
লাগানো গাছে দোয়েল ফিকের
বোনা ওই বাসায়,


হয়ত ফোটেনি আশায়-


ফিরবো যবে, ফুটবে ডিম !
আর যে ওই- দাঁতন নিম !
হয়ত তারও- ভাষায়


‘ফিরবো কবে- আশায়’ ।


হয়ত ওই দাদুর জাল
পড়ে পড়েই হচ্ছে বেহাল,
মাছেরা জানি মজায়,


জীবন কি আর বোঝায় ?


রাত নামতো, যখন রাতে
যখন এ হাত মায়ের হাতে
গল্প শোনার মাঝে,


আজও হৃদয় রাজে ।


তাইতো রাতের শীত কাঁপনে,
বাবা চলেছে ঠিক পিছনে-,
আমি চলেছি আগে ,


হ্যারিকেন আলো জাগে ৷


সঙ্গে ঝিঁঝির- গুনগুনানি,
হঠাত থামে, হঠাত শুনি,
বাবার চলার সাথে ৷


আমার চলার পথে-


চারিদিকেতেই ঘন বন,
ছুটছে তবু- আমার মন
বাবার আসল ধামে ৷


'ময়ূরখোলা' গ্রামে-


যখন প্রথম সোণার আলো
মুছিয়ে দেয় গাঁয়ের কালো
জীবন-, সেথায় থাম !


যেথায়- আমার ধাম ।