তুলি বিনাই তারে
আঁকার খাতায়-,
      যখন হাতায়
হৃদয় বারে বারে-,
তখন আমি ভুলি,
জীবন দ্বারে
       যখন তারে
হৃদয় মাঝে তুলি ।


দুঃখরা তাই ভাই
কবেই সে যে
      নিজেই নিজে-
বিদায়ে নিয়েছে ঠাঁই ।
বারে- বারেই তাই
হৃদয় মাঝে-
       সকল কাজে
প্রাণের স্পন্দ পাই ।


মন মানে না সই,
তাকেই ছাড়া
        লিখবো ছড়া !
এমন কবি নই ।
কারণ 'ও যে সাথি'-,
বলতে গেলে-,
       খোলা চুলে
হাওয়ায় মাতামাতি ।