বলছো যা সব তোমরা
সত্যি ও সব ভুল,
ভালো আমি বাসি বলেই
‘গর্বে-, আমার মূল’ ।


তাই, এটা মানি না-;
ভালোবাসতে জানি না ।


নিজেকে ভাই- নিজের কাছে
খাটোয় আনি না  ।


আনবো বলো কেমন !
আমার যে স্থান শিরে,
কেউ বলে না- । মন বলেছে ।
আমি-, তবু বীরে ।


জানো ! গলদ হওয়ার আগে-,
নিজেই নিজে থামি,
এবং-, আরো বলতে পারো
আমার, অনেক অনুগামি ।


ভালোবাসার কাছে তাই-
অনেক অনেক দামি !


তাই, ‘এটা মানছি না-’।
নিজেকে আমি পাপের খাতায়
কখনো টানছি না !


তোমরা বলো-!
কেমন ভালোবাসো ?
আমার মতো বাসার পর
তোমরা কি গো হাসো ?


জানি- । কখনো হাসো না ,
তাই এটা মানছি না !


ভালোবাসি বলেই তো- !
দেখো, ‘মানুষ মারি আমি’,
ভালোবাসি-, বলেই তো-
দেখো, ‘সিঁড়ি বেয়েই নামি’ ।


তাই, জন্ম আমার ভাই- !
বলতে পারো খুলে,
প্রতি পাতায় হিসাব করে-
ভরতে পারো- ভুলে ,


থুড়ি, ভরতে পারো ফুলে ।