বলি- ‘ফুল জানে না’ কয় কি ,
তারা জীবনে বৃথা হয় কি ?
ছেঁড়ো যতটা-, ফোটে ততটা,
হয় কিছু তার ক্ষয় কি ?
হায়, ওরা কি পিছনে রয় কি-  ।


পরিচয়ে শুধু- বাঁচে না !
তারা হাওয়ায় শুধু গো নাচে না,
সবারই তরে-, প্রতিটি ভোরে
প্রতিটি বিনাশে আছে না !
তবে, আসলি জয়ী- হয় কি !
তবে-, স্বার্থক তারা নয় কি ?


ফুল তুমি যে দেশের নওজোয়ান,
তুমি জেনে রাখো- ‘শত আগুয়ান’
আগুন্তিকের-, ফাগুন্তিকের-,
সেরা ও শিরার মহীয়ান !
তাই আমাদের আর ভয় কি ,
ভাই- ফুল জানে না কয় কি- !