তোমার আসায়, ভালোবাসায়-, সকল আশায় ধীরে ধীরে
জানি না আমি কোনসে ভাষায়- ছন্দে আসি ফিরে ফিরে ।
ছন্দ মনে- গন্ধ আনে;
ভোমররা তাই কানে কানে
ভালোবাসি-, ভালোবাসি-, গুণগুণে কয়- তুমি হীরে,
জানি না তাই কোনসে ভাষায় ছন্দ আমার আসে ফিরে ।।


‘ভালোবাসার’ শব্দ যে তাই-, আঁকতে যে চাই- তীরে তীরে,
খাতার মাঝের পাতায় যে তাই থাকতে যে চাই- ভীড়ে ভীড়ে ।
ছন্দ আমার অনেক দামি;
তোমার আসায় তাইতো আমি-
ভালোবাসি-, ভালোবাসি-, বলবো জগত ঘুরে-ফিরে,
ভোমর ভাষায়- বলবো আরো, আমার মনের মুক্তা-হীরে ।
                            ওগো-, তুমি আমার মুক্তা-হীরে ।।