কত পার্বণ হয় যে ফিকে,
কত পার্বণ মরে,
আজকেরই এই শুভদিনে-
পথ শিশুর ঘরে-


যখন ওই- পথের ধুলো
আছড়ে এসে গায়ে
আঘাত করে-, হঠাৎ করে
গঙ্গা স্নানে ধা’য়ে ।


মনটা তখন- জানো বন্ধু
চায় যে পেখম তুলতে
কিন্তু হঠাৎ- গরিব আসে,
সবই যে হয় ভুলতে ।


তবুও কাল- কালের ঘরে
পার্বণ ঠিক আনবে,
হয়ত হবে নতুন- তবু
বন্ধু তুমি জানবে-;


তোমার ঘরে পিঠে-পুলি,
আমার ঘরে উপাস,
ওহে বন্ধু, জানবে আমার-
খিদায় কাঁপে দু-পাশ ।