কল্পনারা আর যে আসে না;
গড়ায় দোয়াত তাই-,
     বলছি কি আর ভাই !
হাসনাহেনা- আর যে হাসে না ।
কল্পনারা- আর যে আসে না ।


আমার গোলাপ কলি যত-,
সঠিক ফোটার আগে-
     মরশুম তার ভাগে;
শুকায় গাছে- । গন্ধ ভাসে না ।
কল্পনারা আর যে আসে না- ।


তাই, বলতে গেলে ভাই-,
নিজের মনে আজ
       'বেকার কারুকাজ'-;
যখন মন- মনেই হাসে না !
জানি, কল্পনারা আর যে আসে না- ।