দোপহর কি দো- বাজে,
ব্যস্ত তখন ছিলাম কাজে ৷
এদিক ওদিক নানান কাজ,
নেই বিরতির বিরাম সাজ ৷
হঠাৎ তখন- এলো ফোন,
এলো হঠাৎ- ‘আপনজন’ ৷
দোপহর কি দো- বাজে,
এনভেলাপের রঙিন ভাঁজে
দেখতে পেলাম প্রিয়ার নাম ৷
মনে তখন ট্রাফিক জাম ৷
মনে তখন- আনলো জয়,
প্রশ্ন মনে, ‘এমন হয়- !
প্রেমের মানে’? হঠাৎ মনে-
অশ্রু কণা ঠিক গোপনে
গড়িয়ে আসে খুশির পাশে ৷
হয়ত প্রেম- এমন আসে ৷


কাজটা সেরে তারপর আমি
হাতে নিলাম অনেক দামি-৷
যার কাছেতে-, হীরের দাম
নিম্ন এবং অনেক আম ৷
যেখানে সোনা- পাথর আরো ৷
মন-! তবে খুলতে পারো ৷
পাঠানো প্রিয়ার প্রথম বার
প্রেমের প্রথম- এই উপহার ৷


তুচ্ছ এ মন- খুলেই কয়;
তুচ্ছ নয়-, এ তুচ্ছ নয়,
প্রিয়ার পরশ, প্রিয়ার পরশ
যার অপেক্ষা- সহস্র বরষ
এই মনেতে ছিল আমার ৷
আজকে পেলাম ৷ হয়ত থামার
হয়ত ঘামার প্রশ্ন নেই;
হারায়ে যখন- মনের খেই
কয়েকটা পল নীরব হলাম ৷
এই যে আজ যতটা পেলাম
তার মূল্য দেবো কেমন-?
প্রেমের মাঝে জিগায় এ মন ৷


জীবনে- কারোর স্পর্শে আসা;
‘পেন, মিঠাসের-, ভালোবাসা’-
আনলো বয়ে- জনম জনম ৷
আমার প্রিয়া, আমার ‘সনম’ ৷