প্রাণে যেন- হাহাকার,
বার বার প্রতি বার ।
বহু বার-; এই প্রাণে,
কিছু টান- কাছে টানে ।
কেন হয়- জানি না যে
মন কেন শোনে না যে-!
যত বলি- মনটারে
কার কথা, শোনে কারে ।
হায়, হায় ! থাকা দায়,
বলি তাই-, শেষ প্রায়;
এই প্রাণ-, এই কাজে;
প্রেম বলি-, খুব বাজে ।
হয় কেন, জানো নাকি ?
বার বার কেন আঁখি-,
ওত পেতে ডেকে চলে
রকমারি নানা ছলে ?
হায় হায় ! থাকা দায়,
বলি তাই- প্রাণ যায় ।
যত বলি-, থাম না রে,
যত বলি- আরে আরে
এই বেটা-! তত সে তো
জানি না যে কেন যেতো !
সত্যি কি- বলি যদি
মন চলে নিরবধি-,
তার পিছু, যার পিছু
সত্যি যে আছে কিছু ।
নয়তো কি- হত নাকি
কিছু টানে ডাকাডাকি ?
ওকে ডেকে- আনো না !
তোমরা যে জানো না ,
কিছু টান- খুব হানে ,
এই প্রাণে- । এই জানে !
তবুও যে এর মানে-;
কিছু টান-, কাছে টানে ।