মিলনে মিলাবে- সখী
       আজি-এ লগনে
মন তাই মানে না হায়-,
       মিলনো মগনে ।
কি নেশা ছায় যে আজি,
বাঁধ ভাঙা মন যে রাজি-,
      ধেয়ে চলে গগনে ।
মিলনে- মিলাবে সখী
      আজি-এ লগনে ।।


বসিয়াছি পথ চেয়ে
      সব কাজ ফেলিয়া
সময়-এ গড়িয়া যায়
       দিবসো হেলিয়া- ।
আঁধার যে আসে ধেয়ে,
আঁখি তবু পথ চেয়ে-;
      মিলনো-এ সঙগ’নে ।
মিলনে- মিলাবে সখী
        আজি-এ লগনে ।।


ফুটিছে কত-এ ফুল
      সুবাসো চারিদিকে
বসিয়া কবিরা তাই
      গোপনে যায় লিখে ।
লিখনে যে ছন্দ হারায়
মন ছোটে মিলন-ধারায়;
      তড়িতো-এ অঙগনে ।
মিলনে- মিলাবে সখী
        আজি-এ লগনে ।।