তুমি জন্ম নিও না আর;
তোমার সেই দেশ নেই আর ।
তুমি-, জন্ম যদি নেবে, তবে
      হবে বলো কার ?
তুমি জন্ম নিও না আর ।


তোমার নীতি কি আর আছে ?
সব গেছে- ফেলেই পাছে !  
তোমার নামটা শুধু বাণীর সাথে
      দেওয়ালে ঝোলাই সার !
তুমি জন্ম নিও না আর;
তোমার সেই দেশ নেই আর ।


তোমার রক্তে কেনা দেশ,
খুব যত্নে করেছে শেষ;
তুমি জন্মে তবে থাকবে কোথায় ?
          মিলতে পারে হার !
তুমি জন্ম নিও না আর;
তোমার সেই দেশ নেই আর ।


খুন তো আছে সবার-;
কিন্তু, তোমার মতো ক’বার
খুন দেওয়া আর খুন নেওয়াটা
       কে করছে বারবার ?
জানো ! খাচ্ছে লুটে চেটে-পুটে ?
          করছে নোংরা কারবার ?
তাই-, জন্ম নিও না আর !
তাই- জন্ম নিও না আর;
তোমার সেই দেশ নেই আর  ।