আমি আর তুমি শুধু আছি,
দূরে নয়, খুব কাছাকাছি-,
      ঠোঁটের স্পর্শ তাই- পাই;


মাঝে রাতে বসে নেই ঠায়;
প্রেম-খিলে এটা বলা যায়,
       মাখামাখি- হতে বাকি নাই ।


প্রেম বলে কথা, আর কি-
লোকসান ! গেলে কার কি !
        দুই বুক এক যদি হয়


ভাববো না । বলি সরকার-,
প্রেম মাঝে যা যা দরকার
        পাশে থেকে নেব অতিশয়  ।


ও সখি-, এত হয়রানি- !
খোলো দেখি-! মাথার ওই বেণী
        হতে দাও খুব এলোমেলো;


যদি তাতে এই মিল রাতে
বেশ ক’টা লেগে যায় হাতে,
      বলি সখি-! তাতে বয়ে গেল ।


তবে কি গো মাঝ রাতে ঠায়
এক থেকে- দুই হওয়া যায় ?
        হয় না গো দূরে ঠেলে দিলে ;


মিল মানে মিশে যাওয়া আছে,
তাই বলি- থাকো কাছে কাছে;
         যদি আজ-, হাঁটু দু'য়ে মিলে !