নেই আমার মিথ্যে বলার ঝুলি;
তাই মন- যেখানে যায়,
         সেখানে মন তুলি ।
ও মন প্রেমের মাঝে
        মাঝি সাজে,
            সাগরে যায় মিশে,
ও মন হাওয়ার মাঝে
         হাওয়ায় দোলে,
             হাওয়াতে যায় মিশে ।
তাই মন যেখানে যায়
             সেখানে ঠিক দুলি ।
নেই আমার মিথ্যে বলার ঝুলি;
তাই মন- যেখানে যায়,
                সেখানে মন তুলি ।।


নেই আমার হারিয়ে যাওয়ার আশা;
তাই মন যেখানে যায়
             পায় রে ভালোবাসা ।
ভয় নেই- শান্ত দোলায়
      নিজের ঝোলায়
          মাখে যে প্রেম সবুজ,
ভয় নেই- তাইতো আমার,
       একটু থামার !
           মন যে বড় অবুঝ ।
তাই মন যেখানে যায়
           সেখানে পাল তুলি ।      
নেই আমার মিথ্যে বলার ঝুলি
ও-- নেই আমার মিথ্যে বলার ঝুলি ।
তাই মন- যেখানে যায়,
             সেখানে মন তুলি ।।