‘কি ফুলে আজ-, শাখা হলো ভার,
কি ফুলে আজ-, গাঁথা হলো হার’;


সখা, খবর রেখেছ কি- তার ?
সুবাসের তালে আজ কারা পারাপার ।


খবর রেখেছ কি-! মৌমাছি কত খেল মধু ?
ঘাট থেকে কত জল- নিয়ে গেল বধু ?
খবর রেখেছ কি-! নদী ধারে জমা বালুকার ?
সখা, খবর রেখেছ কি- তার ?
ফুল ফোটা ফুল ঝরা আজ-, কার কলাকার ?


চাঁদ তারা দেবে ধরা, বুঝি- এইবার,
রাত যাবে ঘুঁচে ।  আর কালো একাকার;
বুঝি- সব কিছু; তবু নীচু- মাথা হয় আর ।
সব শেষে-, ভালোবেসে- বলি এইবার
সময় এসেছে আজ জেনে নাও-বার;


সখা, ভুখা পেটে, চিরকাল- বসে থাকা কার ?
সখা, খেটে চলা- কৃষকের কেন হবে ধার- ?


সখা-, খবর রেখেছ কি- তার ?