রাত জাগবো যখন, আমার
    ঘুমকে রেখে দূরে ,
পাগল হবো আমি-, তখন
    তোমার হৃদয় জুড়ে ।
বাড়বে তখনই পাগলামি-,
হারিয়ে তখন যাবো আমি;
অচেনা এক জাগার মাঝে
    ঠিক চেনা এক পুরে,
রাত জাগবো তখন । আমার-
    ঘুমকে রেখে দূরে ।।


গভীর হবো আমি, জানি-
    প্রেমের কক্ষতলে,
মিলবো তখন জানি-, আমি
    তোমার বক্ষতলে ।
তুমি, ওহে- কি যে ভাবো !
নেশায় আমি থেমেই যাবো
কালো রাতের জ্বলজ্বলে ওই
     জোছনা চাঁদের চূড়ে,
রাত জাগবো তখন । আমার-
    ঘুমকে রেখে দূরে  ।।


গভীর হতে হতে, যখন
   নিরুদ্দেশি হবো-,
কাছেই থাকা তখন- ভোর
  রাত’তে করে নেবো ।
হোক না তবে এমন রাত,
বদলে যাবে যাতেই প্রাত !
মিলন মেলায় মিলতে যদি
   থাকি, এমন সুরে-,
রাত জাগবো তখন । আমার-
    ঘুমকে রেখে দূরে  ।।