পাতারা আর সবুজ নেই-,
হলদে রঙে বেশ সেজেছে,
সূর্য এখন- বিন্দাসে তাই;
আসল কি কাজ ভুলেই গেছে ।


ফুলের গন্ধ পাই না তাই-,
এদিক-ওদিক বাতাস লাজে;
পদ্মটারও- হারায় কোমল,
বিষ মাখানো জলের মাঝে ।


শালুক যে তাই পচন তালে
বৃন্ত থেকেই- হবেই লেশ !
বন্ধ হবে- সেই বোনা জাল
সূর্য-পাতার সালোকসংশ্লেষ ।


পাবো কোথায় তবে কোমল ?
কমল পাতা যে পাবো না !
দিনে দিনে বাড়ছে যে তাই-
কবির কলম-ভাবনা ।


সমাজ এত বিষাক্ত যে
পা ফেলতেই বিরাম- কাজে,
হায়রে আমার শুদ্ধ অমল
মরছি আমি নিজেই লাজে ।


পরাগরেনু ! মুর্ছা রে ভাই-,
মৌমাছিরা- দেশান্তরি;
হায়রে আমার বাড়িয়ে বলা
নীল শালুকার কাদম্বরী ।