আকাশ পথে চেয়ে চেয়ে- সঠিক কিছু চিনেইছি-,
রঙ জমানো রামধনু তাই আজকে একটা কিনেইছি ।
মনটাকে তাই- রাঙিয়ে দেবো, বৃষ্টি মেঘের আবডালে,
বারিষ্ ! তুমি দূরেই থেকো-, আমি এখন সাপ-ঢালে ।
ঢালে দেখো, রঙের ছটা, রঙ-টা দেখো মনের মিলে,
পা বাড়াবো, হবো পাগল-, ‘মেঘ সজনীর মোতিঝিলে’।
তুমি ভানু- এমনি থাকো, রাঙিয়ে রাখো রামধনুটা,
যাতে আমার মনের সাথে রাঙিয়ে থাকে রাঙানোটা ।
আঁকবো তখন-, খাতার পাতায়, মনটা যখন তুলির বাগে,
যেই রঙটা কিনেইছিলাম-, যেই রঙটা- আঁকতে লাগে- !
সেই রঙেতেই-, আঁকতে হবে, ‘প্রেম সজনীর মোতি-হার’,
যে কিনা আজো পথের মোড়ে গুনছে প্রহর প্রতিক্ষার ।
তাইতো আমার কেনা রঙে- মন রেঙেছে মনের মতো,
রামধুন তাই- তুমি ছাড়া কে আর আমার সঙ্গী হতো ?
সঙ্গী আরএক পথের মোড়ে-, যে ও তোমায় সঙ্গী ভাবে !
মোতিহার তাই- না আঁকলে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে ।