আগুনে পুড়তে হয় না আর
    কেউ যদি প্রেমে পড়ে যায়;
ও বন্ধু রে-,
      কেউ যদি প্রেমে পড়ে যায় ।
নেশাতে তখন বারংবার
      নিজেকে আটকে রাখা দায়;
      কেউ যদি প্রেমে পড়ে যায় ।


নীল আকাশ শান্ত হয় জানি,
মুছে ফেলে সেও- শত গ্লানি,
     প্রতিদিন, প্রতিটি বার-;
কিছু টান তাই কাছে টানি
সে কথা নিজের মনেই মানি-;
     প্রেম কি খবর রাখে তার ?
রাখে না, রাখে না খবর তার !


বেলা যায় নিজের মতো করে
প্রেম তবু, প্রেমিকার হাত ধরে;  
     হেঁটে চলে-, এপার ও ওপার,
সাগরের সঙ্গী- বালুচরে
যদি তাতে রোশনি এসে পড়ে,
     বুঝে যায় রোশনি টা কার !
প্রেম তবু খবর রাখে না তার ।
ও বন্ধু রে-,
     আগুনে পুড়তে হয় না আর;
     কেউ যদি প্রেমে পড়ে যায় ।