ধুলি জামা, খালি পায়, তবু হাতে গোলাপ
নিয়ে সে বিক্রি করে-, করে শত আলাপ ।
গোলাপ নয় তবু সে- । সে যে পথফুল;
যেতে যেতে ‘সাব’ দেখে- করে ফেলে ভুল ।
বলে-, বাবু প্রেম নেবে ? কিছু ফেলে কড়ি !
সাব ভাবে-, হাতে নেয়, প্রেম থাকে পড়ি ।
কালো মেয়ে-, বেচারা সে চুপ হয়ে থাকে
তবু যেন সেই চুপ- ডাকে শুধু ‘তাকে’ ।


এই দিনে যদি ‘তাকে’- কেউ ভালোবেসে
কাছে টেনে নিয়ে যদি বলে যেত হেসে;
‘এই মেয়ে কাছে এসে- একটি গোলাপ দে’তো’!
হায় ! এমন কেউ যদি- এই পথে যেত !
তবে কি সে এই দিনে-, ‘ভালোবাসা ছেটে
ধুলি জামা, খালি পা’য়ে যেত হেঁটে হেঁটে’ ?