সুগন্ধে যে ঘর ভরেছি,
আমি দরজা বন্ধ করেছি;
ভালোবাসবো বলেই তোমায়
আমি তোমার হাতটা ধরেছি।


আমি মাথার বেণী খুলেছি
আমি আমাকে এখন ভুলেছি;
ভালোবাসবো বলেই তোমায়
আমি তোমার হাতটা ধরেছি।


দূর যত সব- হাটলো,
মনে হাজার বেদনা কাটলো;
ভালোবাসবো বলেই তোমায়
মন, মনেতে আরো আঁটলো।
দূর- যত সব আজ হাটলো।।


মানে না তাই আজ যে-,
মন ফেলে রাখে শত কাজ যে;
ভালোবাসবো বলেই তোমায়
আমি পাগলিনী প্রেমরাজ্যে।
মন মানে না তাই আজ যে-।।


গুটি গুটি পায়ে সরেছি,
আমি তোমাতে নিজেই মরেছি;
ভালোবাসবো বলেই তোমায়
আমি তোমার হাতটা ধরেছি।


এই মিলনে  সুখের পরশে
সখা, ঠোঁটের মিলন তরসে ;
তাই মিলন মেলার হরষে-
আমি তোমার হাতটা ধরেছি।