যখন    ডাল গাঁথানো পলাশমালা-,
              ছন্দ ছড়ায়, ছন্দ ছড়ায়;
তখন    মরসুমি এই- গোলকশালা
                 গন্ধ ওড়ায়, গন্ধ ওড়ায় ।
  তখন,   ডালার কাছে হাতটা টেনে
           মনটা যদি একটা কেনে-,
  তখন নিজেই-, হৃদয় দিয়ে-
                হৃদয় পোড়ায়, হৃদয় পোড়ায় ।  
যখন    ডাল গাঁথানো পলাশমালা-,
                ছন্দ ছড়ায়, ছন্দ ছড়ায় ।।


তখন     বসন্তের এই পলাশঢালা
                 মাতবে বলে , মাতবে বলে,    
আমার   হৃদয় তখন সাজায় ডালা;
                গাঁথবে বলে, গাঁথবে বলে ।
   মন,   গাঁথার কাছে হাতটা এনে
         গেঁথেই ফেলে-, গানে গানে,  
  তখন নিজেই-, সোহাগ দিয়ে-
                স্বর্গ গড়ায়, স্বর্গ গড়ায় ।
যখন    ডাল গাঁথানো পলাশমালা-,
              ছন্দ ছড়ায়, ছন্দ ছড়ায় ।।