চাই না লিখতে । যাইনি তাই-
অন্য কারোর কাছে,
তুমি বলেছো বার বার- ‘ভাই’
সবই আমার আছে’ ।
তুমি বলছো এই দেখো না-!
মা’কে যখন মা-
বলছ , শুনছ-; সকল ভাষাই
এক, বলো কি না ?


‘বাংলা’ তাই- সবার প্রিয়;
‘বাঙালি আমি বলে-’!
কত কি বলি- এই ভাষাতে
সকাল, সন্ধ্যা হলে- !
বাংলা তাই- আমার প্রাণ;
‘যেন আর এক মা’ ,
বাংলা ছেড়ে আর কোনোটায়
কথাই বলব না !


তাই কবিতা, গল্প কথায়
খিদে- বাংলা ভাষার,
আমার হলো, তোমারও হবে
সেও আছে আশার ।
তবে জানো ! এই আমাদের-
বাংলা ভাষার খিদে,
মিটাতে গিয়ে কতগুলো প্রাণ
রয়েছে স্বর্ণ-শহীদে ?


জেনে নিও তবে- বীর বরকত,
রফীক, শত সালাম,
জব্বার মতো, বীরদের তাই- !
হাজার হাজার সেলাম ।