নদীর স্রোতে-, নৌকা নিয়ে চলতে গিয়ে-, জল খেয়েছি;
সেই জল আজ ঘামের রূপে নদীর বুকে- ফের দিয়েছি ।
সময় এল-, তখন খুলি,
খুলেই দেখি- শূণ্য ঝুলি;
হইনি অবাক! প্রশ্নে তবু আমার প্রভু-, ‘কি পেয়েছি’ ?