(১)


যতই বলি- তোমরা স্বাধীন; অধীন তবু থাকছো, জানা,
নারী তুমি, মা হলেও-, জানবে আ-যুগ টাকায় কেনা ।
               চার দেওয়ালে বদ্ধ তাই-
             তোমার স্বাধীন কোথাও নাই,
হাজারো ভাবো, তবুও দেখো-, খাবারে মেশায় বিষের দানা ।।


(২)


দলিয়ে মারিস্,পুড়িয়ে মারিস্, মারিস্ যাকে ঘা-,
পায়ের তলায় রেখেই যাকে- ভাবিস্ কীটের ছা,
               আসলে সে ‘নারী-’,
               যা সবার দরকারি,
এই জীবনে, তাদের না হয়- একটু ভেবে যা ।।


(৩)


নারীর কণ্ঠে বেরিয়ে এলো- ‘পুরুষ করে ছলনা’,
পুরুষ নাকি- ‘দৈত্যধারী’; নারী, এ সব বল না !
              বুকটা কাঁপে-, পুরুষ বলে,
              এমন শুনে- যাবোই চলে,
জানা আমার, এই জগতে- পুরুষ হওয়া হল না ।।