প্রেম আমার বাঁধা বন্ধনে
থাকে সদা সখার রন্ধনে,
সময় কাটে না তাই
     বিদায় রজনী রাই
বেলা যায়- বৃথা সঙ্গনে;
প্রেম আমার বাঁধা বন্ধনে ||


রাখার কথা, তবু রাখে না
এ ঘরে মন তাই থাকে না,
জানি, আমিও জানি,
      তুমি যে কতখানি-
রেখেছো তোমার ওই ওই মনে;
প্রেম আমার বাঁধা- বন্ধনে ||


দূরে যেও না- তাই ছন্দনে
বেঁচে থাকো, এই প্রেম চন্দনে
আগলে রাখতে পারি-,
     যা আমার দরকারি
যা লাগে ধিকধিক স্পন্দনে;
প্রেম আমার- বাঁধা বন্ধনে ||