রূপ দেখেছি-, খুব দেখেছি।
গুণটা যে তাই গাই না;
গুণটা এখন- বাদটা থাক্ !
বলবো পরে- ভায়না।


এটা তোমার রূপের ছটা;
চোখএতে কোনো দায়ি না,
চাঁদের গায়ে- কলঙ্ক, রাই-,
তোমার গায়ে  পাই না।


রূপেতে তাই-, পাগল আমি ;
আর বাকি তাই চাই না,
একলা মনে- ঘরের কোণে
চোখ করে তাই বায়না।


রূপ দেখিনি-; শুধুই আমি !
দেখেছে ঘরের আয়না,
আয়নাও দেখো-, বলছে, রাই
'রূপটা ভোলাই যায় না'।