যাহা কিছু চাইলাম, আমি, তাহা সব পাইলাম;
খুশির দোলায় তাই-, আকাশটা ছাইলাম।
         আমি, মাথা উচুঁ করিলাম,
         আমি, আকাশটা ধরিলাম;
খুঁজিলাম না, আমি কোথা ভেসে যাইলাম।
‘তোমাতেই আছে তাহা’-, যাহা সব চাইলাম।।


তুমি তো দিয়াছো, সব, আমি যাহা নিয়াছি !
ব্যথা গুলো দেখো, সে যে কবে ভুলে গিয়াছি।
          আমি, শেষ সে যে- কাঁদিলাম,
          আমি, শত সুখ সাধিলাম;
যখনই নিজেতে-, আমি, তোমাকে যে- চাইলাম।
তখনই- তোমাতে তাহা, যাহা, আমি- গাইলাম।।


মরিবো না তাই-; আমি, বাঁচিতে যে চাই;
তোমারই মাঝে আমি- সাজিতে যে চাই।
         জানি, সুখেরা তোমাতে জানি,
         তাই, কিছুটা আমাতে আনি-;
আনাতে যখন, আমি- ‘তুমি’ ভেঙে পাইলাম!
জানি না যে- ভেসে ভেসে কোথা আমি ধাইলাম।।


তোমাতেই আছে তাহা-, যাহা সব চাইলাম।