পোশাক জুড়ে নোনা নদী, কিংবা দুর্গ গড়ি।
দাঁড়িয়ে থাকা– সহজ ভেবে, আরও সহজ করি।
পায়ের পাতা খইলেও ভাই যায় আসে না আর
আগুন বুকে শপথ গড়েছি, 'মানছি নাকো হার'।
আগামীকে আমি করতে সুখী, হাটাতে সকল ঋণ
দিনকে আমি করি রাত। রাতকে করি দিন...।


শরীর জুড়ে গন্ধ জমুক্। কালচে জমুক মুখের।
এক পোশাকে বছরও পেরুক– বরফ জমা বুকের।
তবুও ভাই হাটছি না আর। ঝড় সইবে বক্ষ।
পৌঁছানো চাই, পৌঁছানো চাই– লক্ষ্য কোটি লক্ষ।