আকাশ, বাতাস স্বাক্ষী রেখে- হবো প্রেমের গুরু;
প্রেম এসেছে-, প্রেম এসেছে, যেন জীবন শুরু- ।
মনে আমার তাইতো এখন- গোলাপ, জুঁই ফোটে,
কত রঙের রঙ মাখা তাই আজকে আমার ঠোঁটে ।
ও মালি-, তুই গাঁথবি কখন বেণী ফুলের মালা ?
প্রেম এসেছে আজকে মনে-, এ যে বড় জ্বালা !
এ যে বড় জ্বালার মাঝে বুক করে দুরু-দুরু,
তবু আমার- প্রেম এসেছে, যেন জীবন শুরু ।


বাঁচতে তাই- চাইতো আমি ! প্রেমের এই খেলায়;
ওহে মরণ, দোহাই রে তোর, আসবি না-এ মেলায় ।
জনম যেখানে প্রেমেতে শুরু-, মরণ, তোকেই বলি-
একদিন তুই অ-মৃত হবি, হবি প্রেমের কলি ।
আজকে আমার দেখ রে মরণ, মনটা উড়ু-উড়ু,
কারণ, আমার- প্রেম এসেছে-, যেন- জীবন শুরু ।