(১)
আবদার আমার বলতে গেলে
দু'দণ্ড তুমি সময় দিও,
চাই না তবে; চাইছি তবু–
পোড়া এ হৃদয় বদলে দিও।


দেখো, কোমল হৃদয় জ্বালানি কাঠে
জ্বলছে আমার 'হৃদয়প্রিয়'।


(২)
মনে হয় এটা তোমারই আকাশের চাঁদ।
ক্ষমা করো– আমি কালো,
মেটালাম না তাই হীরে হবার আহ্লাদ।


(৩)
চাওয়া প্রেম থেকে পাওয়া প্রেম খাঁটি,
ভিক্ষুক সেজে তাই আর হবো না যে মাটি।