(১)
'আগুনকে ভালোবাসি'।
অদ্ভুত– প্রেম আগুনে।
কাছেতে এসো না তাই...
বইছে আগুন খুনে!
বুকেতে আরও আগ্নেয়গিরি।
দু'চোখে– অগ্ন্যুৎপাত।
তুমি তাই পুড়তে পারো!
এ হাতে রেখো না হাত...


(২)
তোমাকে কথা না দিয়ে বরং
                       একটা গাছকে কথা দি।


অন্তত সে ছেড়ে যাওয়ার কথা তো বলবে না!