(১)
কোথা যাও! দাঁড়াও! যেও না খুব ভোরে।
আমি কি তোমার ওদের মতো– 'প্রিয়' না?


পাওনি যাকে, তাকে হারালে বা কেমন করে?
যাকে পেয়েছো, তাকে হারিয়ে যেতে দিও না!
আমিও জড়িয়ে থাকতে পারি বেশ আদরে,
আপন ভেবে, আমাকেও বুকে টেনে নিও না!


(২)


বুকের ভেতর অনেক কথারা ধার
চুকাতে তবে– খুন করেনি হঠাৎ,
তবে, কে'বা জানে সময় খারাপ কার...


'কথা দিতে'– তাই আনো না কোনো হাত!