(১)
ঘন অন্ধকার। বিজলিহীন যেন বুকের শহর।
রাত রাত লাগে। তবু নিদ্রাহীন আজও দু'চোখ।
আলো নিভিয়ে গ্যাছে কেউ। সকল প্রহর–
তবু কার যেন মায়া বার বার নামায় শোক...


(২)
শরীর পুড়ে যায়। সাথে ছায়া'ও পোড়ায়– আগ।
আমি ছায়া ছাড়িয়ে যাই। খুঁজি– বারবার মায়া।


শপথকে ভেঙে গুঁড়ো করি। মাড়িয়ে পেরোই দাগ।
নিজেকে আটকাতে বিফল। আমি এমন বেহায়া...


(৩)
দাগ পেরোতেই– জীবন নিতে আসে,
রাবন কিংবা যম
'তোমার প্রেমের বিরহে মৃত্যু যেখানে';
মৃত্যু সেখানে কম।