(১)
ভুলার চেয়ে বারবার আসো মনে।
কোনোমতেই হও না তুমি ডিলিট।
কে জানে–! কোন মহাজনে
তোমার-আমার মারলো প্রেমের গিঁট।


(২)
গিঁট খুলে সেই যে চলে গেলে,
স্তব্ধ হলো– আমারও চলার পথ।
দাঁড়িয়ে থাকা জীবন বলে ওঠে–
আসবে না আর কখনো ফেরত?


(৩)
তোমাকে পাই, আর না পাই–
তবু, ফিরে যেতে হবে। সে কথা জানাই...