(১)
হাসির আড়ালে লুকিয়ে রাখো দুঃখ তোমার যত
লুকানো দুঃখ সৃষ্টি করে– ক্ষতর চেয়েও ক্ষত।
খোলো বাঁধন। দুঃখ ভোলো। হৃদয় খুলে হাসো।
সবার জন্যে কাঁদলে, এবার নিজেকে ভালোবাসো!


(২)
ওরা বুঝে গেছে– তুমি কেবলই 'নারী'।
শুধু তুমি বোঝো নাই, যে– তুমি তোমারই।


(৩)
তোমারই শহরে 'তোমায়' বাঁচাতে তোমার দেশটা।
তোমারই দু'হাত ধরো। হাঁটো। একলা বেশ'টা।