(১)
খাতার পাতা। ডায়েরি পাতা।
মধ্যরাতে সব নেভে প্রায়।
নিভলে পরে– হঠাৎ করে
চোখের পাতা ঠিক খুলে যায়।


তোমায় মনে পড়ে ভীষণ...
স্মৃতি'ই তখন– স্বপ্ন আঁকে।
ঘুমের বদলে তোমার ছবি
চোখের তারায় ভাসতে থাকে।


(২)
ভাসতে থাকা। ঢেউয়ের দোলায় আঘাত।
ঝড়-ঝাপটা এলেও পথে ছাড়ছি নেকো হাত।
শক্ত আরো শক্ত হবে
পাঁচটি আঙুল দাগ বসাবে
পেছন ফেলে, এগিয়ে যাবো হাজার গভীর খাত।


(৩)
চলো যাই। যাই ভেসে, ঘনালো রাত্রি।
পালহীন নৌকোয় হয়ে কোনো যাত্রী।