(১)
মন মানে না মানা।
বারবার উড়ে যায়
দূর হতে দূরে যায়
মেলে দিয়ে ডানা।


যত বাঁধি তবু তাকে–


মন মনে না থাকে।
খুঁজে ফেরে কত কি
বুঝি আর অত কি!
জানিনা ডাকে বা কাকে।


(২)
চেনা সুর বার বার আসে কানেতে
হাঁটা পথে গতি হয় ফের গতিধীর,
থেমে যাই, যেতে যেতে ওইখানেতে
ডাক আসে, বলি– কোন্ অতিথির...


ভুল ভেঙে মনযোগ ফের হাঁটাতে
ধুধু পথ, জমে সেথা শুধু মরিচীকা
মনে ভ্রম মনে ভ্রম তাই কাটাতে
হেঁটে চলে হেঁটে চলে এ অনামিকা...


(৩)
বুকে নয় আর– কোনো দুরুদুরু,
হাঁটা শেষ হলে, ফের হবে শুরু।