(১)
পিছুটান নয়। আর নয় কোনো চাওয়া।
পেয়ে হারানোর চেয়ে তাই না হোক পাওয়া।


(২)
তোমাকে না পাওয়ায় প্রকৃতি সাজে না আর,
ঠাঁই হয়ে বসে আছে– ধরার যত ত্বরা;
ধীর হতে হতে, সবকিছু ওলোট পালোট হতে হতে
গ্রীষ্ম কালেই জমে বরফ। আর শীতকালে খরা।


(৩)
বুকের ভেতর খরা। খরায়– সাগর শুকিয়ে মরু।
শেষ হয়নি শেষ...। তাই, হচ্ছে না কোনো শুরু!