(১)
আগের মতো আবদার কিংবা  
             হয় না কোনো নালিশ,

তোমায়, না বলা কথারা তাই–
             গলার কাছে ঢালছে বিষ...


(২)
তুমি, শীত হয়ে নেমে এলে
         আমি আগুনের আঁচ হয়ে যাবো।


(৩)
মনে পড়ে– 'ভুলে গেছি তোমায়',


মনে পড়লে– হয় শত অন্যায়।


(৪)
ভুল কি–?
     যদি হই আগুনের ফুলকি!


(৫)
সত্য বাঁচে সবার পাছে।


তাই মিথ্যে হোক–
        যত মিথ্যে আছে...।