(১)
যে গাঁট বেঁধে ছিলে, আজও ঋণী
কোনোমতেই পারিনি খুলতে।
ভুলে গেছি ভাবি। না! পারিনি,  
পারিনি আমি ভুলতে।


(২)
ভুলে যাওয়া সহজ নয়। ভুলে যাওয়া শক্ত।
ভুলে যায় তারা প্রেম, যারা নয় ভক্ত।


(৩)
রক্তও হারায়। সব থেকে সৃষ্টি কাছের– আপনও হারায়।
ভালোবাসার আসনে বসা মানুষটিকে তবুও মানুষ ডাকে।
হয়তো, মানুষ বোকা বলেই–


মানুষ ভালোবাসার মানুষদের আজীবন আঁকড়ে থাকে।