(১)
বারবার বলে প্রাণ– তুই ছেড়ে দে
শেষ কর সব খেলা।
বারবার বলে প্রাণ– তুই মেরে দে
জোয়ারের সব জ্বালা।


বারবার বলে প্রাণ– তুই কেড়ে নে
তার হতে চাবিতালা...।


(২)
নিজের মূল্য ওইখানেই হারায়
যেখানে তুমি সব চাইতে দামি ছিলে।
কখন যে তুমি হতে– আপনি হয়ে যায়
বোঝা যায় না; তুমিও কোনোদিন নামি ছিলে।


(৩)
এই বিরহ প্রেমের চৈত্র শেষে
শেষ হলো নাকো সকল ব্যথা।
তুমি ফিরে এসো, ফিরে এসো রাত
আমি বালিশে উপর রেখেছি মাথা।