(১)
বিদায়। প্রহরী দিয়েছে নিজে ডাক।
আমি চললাম,
তবু বললাম–  
যারা আছে, তারা থাক ভালো থাক্।


(২)
বিপরীতে থাকা, এখনো হয়নি শেখা
শেখা হয়নি কি ভাবে থাকতে হয় একা...
মন আজও– ভাবতে থাকে তাকে
দু'চোখ যাকে দেখে ছিলো শেষ দেখা।


(৩)
কখনো জড়িয়ে ধরতে চায়...
কখনো আবার করতে চায় খুন!


দেখেছি এক চোখে তার প্রেম
দেখেছি, আর এক চোখে আগুন...।