(১)
যতটা দূরে পায়রা ওড়ে, ঠিক ততটাই এসে, থামে।
তাই তোমার কথার আঘাত লাগে না জ্বরে। পারদ হয়েই নামে।
আগুনে মিছে পোড়াও তুমি। দেহ, পুড়েছে যেখানে প্রেমে।
তোমার জ্বালানি যোগান মিথ্যে। আমার মন দেওয়ালের ফ্রেমে।


(২)
দেওয়াল জুড়ে শেওলা। নাজেহাল।  
মনের ভেতরে বারবার পিছলে পড়ি।
হাতুড়ির ঘা'য়ে যতটা ভাঙো, দেওয়াল
তার'চে– জুড়ে ইঁট-পাথরে বেশি গড়ি।


(৩)
তোমার গড়া আর ভাঙার মাঝখানে
যতটুকু তোমার চিরন্তনের আপত্তি,
সেখানে আমার জমে খুনসুটি। সজ্ঞানে–
জানাই, ততটুকু আমার সম্পত্তি...।