(১)
প্রয়োজনে থাকি কাছে। তারপর ছুঁড়ে ফেলো দূরে।
তখন, আদরে জড়িয়ে নিতে চায় আমার জন্মভূমি।
মানা করি। তবু সে মাটি করে দেয় আদরে আদরে।  
মাটি হয়ে ফিরে আসি আবার। তা কখনো দেখোনি তুমি।


(২)
তোমাকে আমি চেয়ে দেখো কেমন করে–
নিজেকে পুঁতে, অঙ্কুরিত করছি বুকের ভেতরে।


(৩)
নিজেকে পুঁতি। শেকড় গজায় তার।
বড় হয়। ফুল হাসে। ফল হাসে তার।
ছোটো ছোটো পাখি আসে। মৌমাছিরা–
মুধু খেয়ে, ভরে নেয় শিরা-উপশিরা।
দুঃখ ভোলাতে ঠিক আসে-পাশে
আনন্দ চারিদিকে ঘটা করে আসে।
হঠাৎ তখন আগমন দূরন্ত মৌসুমি
ঝড় হও। ঝড় হও। ঝড় হও– তুমি।