(১)
দূরে দূরে থেকেও আমরা আজও
পাশাপাশি হেঁটে যাচ্ছি এই যাত্রায়।
হেঁটে যাওয়াটাই ভালো। আসলে–
দূরত্বে কে বা থাকতে চায়!


(২)
তোমাকে শহরের বুকে ছেড়ে এসেছি!
ভাবছো, যাক গে যাক্! গেছে ঝামেলা।
জেনো, একবার যেখানে জড়িয়েছে জীবন,
সে ছাড়বে না আজীবন, পেলেও শত অবহেলা।


(৩)
ছাড়বে না, ভেবে যে– করে ছিলো শপথ
সময়ের গতিপথে সে'ও– খুঁজে নিয়েছে পথ।