(১)
কখনোবা পাড়া ওঠাও। কখনোবা চুপ।
আমার যায় যায় জান
তবুও– ওঠাও তুফান!
এ তুফান ভয়ংকরী। তোমারই অনুরূপ।


(২)
আঙুল তুললেই আসে প্রবল ঝড়ের বেগ
ভয় হয়। ঘিরে এলে বুকের আকাশে মেঘ।


(৩)
বুকে মেঘ ভাসে, চোখে জল আসে,
শোকে বুক ভাসে, তুমি নেই পাশে,
তুমি ধোঁয়া হও, তুমি আবছা হও প্রায়ই।
  
তবু, বার বার শুধু তোমারে দেখিতে পাই।