(১)
ভিড় করে আজও কিছু নোনা জল
দু'চোখের কানা কোণে
জীবন'টা বোনা যেন মৃত্যুর সাজে,
যেন ঢাকা সাদা আবরণে।


(২)
চোখের পাতা বন্ধ হলেই মেঘ জমে হয় মেঘলা
আবরণের ভেতর ঘরে– মানুষ বড় একলা;
কান্না মোছার মানুষগুলো কোথায় আর পাইরে!
বাইরে যারা ঘুরছে, তারা মানুষ আর নাইরে...।


(৩)
একলা থাকার যন্ত্রণা মারছে বড়ো রাত্রিদিন
দোহাই আপনারা– এবার একটু শান্তি দিন।