(১)
সুখ এনে দে বৃষ্টি, আজ আমার প্রিয়ার মনেতে
আরো কাছে এনে দে বৃষ্টি– তারই আপনজনেতে।


প্রভু, তোর এই প্রিয় খেলাতে– এইটুকু মোর সরগম।


(২)
শ্বাস কথা কয়, চোখ কথা কয়
ঠোঁট কথা কয় সজনী
তবু, দেখি হাঁটে, পশ্চিমি ঘাটে
চন্দ্র মাখা এ রজনী।


(৩)
ঘুমটা আসে। ঘুমটা যে যায়– মন্দাতে।
চোখ খুলে দেখি, রাত নামেনি সন্ধ্যাতে।
সে আসেনি। আসার কথা তার ছিলো।
সন্ধ্যা গিয়ে, রাতও রাতেই হার ছিলো।
জ্বালিয়ে প্রদীপ ঘরের ভেতর সীমান্তে
একলা একা বসেই আছি, একান্তে...।